এই যে এমন তাড়াহুড়োয় বৃষ্টিরা চলে যায়, আমাদের অর্জন কিম্বা ধার করা শব্দেরা পড়ে থাকে অবহেলায়- ঘরে কিংবা মস্তিষ্কে। বৃষ্টিরা কি জানে আজ যে আমাদের ছুটি নেই?
----------
প্রতি বসন্তে আমি নিত্য-নতুন ফুলেদের দেখি। আদর সবুজ পাতাদের অনুভব করি।
কিন্তু এদের জায়গা করে দেয়া ঝরা পাতাদের আমি কিংবা আমরা দেখি না। কক্ষনো ফিরেও তাকাই না...
----------
নির্জনতার চাইতে ভয়ংকর কোন নেশা নেই! বড় কোন মাদক নেই...
---------
যেদিন সব কৃষকেরা মরে গেল, মাটির বুকে অঙ্কুর বেরুলো না কোন ফসলের, হাওয়ায় হাওয়ায় পরাগায়ণ ঘটলো না নতুন কোন ধানের; সেদিন লোকেরা বুঝতে পারলো কৃত্রিম উপগ্রহ আর নগর রেল খাওয়া যায় না।
-নেটিভ এমেরিকান প্রবাদ থেকে অনুপ্রাণিত।
----------
এই পৃথিবীটা সৃষ্টিকর্তা ডিজাইন করেছেন পরিবর্তনশীল করে। সবকিছু বদলে যাবে- এটাই নিয়ম, এতেই কল্যান।
গাছের পাতা, ফুলের রঙ, মধুর স্বাদ, চোখের নিচের টানটান চামড়া কোনোকিছু ধ্রুবক নয়। ধ্রুবক নয় চাঁদ-সূর্যের গতিপথটা পর্যন্ত।
গতকালের তীব্র ভালোবাসার মানুষটা আজ অবলীলায় বলে বসতে পারে 'অসহ্য তুমি', সাফোকেটিং...
পরিবর্তনের সাথে গলায় গলা ভিজিয়ে মেনে নিতে শেখাতেই মানব জনমের আনন্দ, সফলতা। যে যত পরিবর্তনশীল, সে তত সুখী।
ভালো থাকুক পৃথিবীর মানুষগুলো। নিজেদের মত করে। অন্ততপক্ষে নিজের কাছে সৎ থেকে বেঁচে থাকুক অনেকদিন....
আজ আমাদের বদলে যাওয়াতেই আনন্দ...
----
মানব মস্তিষ্ক বড়ই বিচিত্র! কখনো কখনো নিজের জানা অতি পরিচিত কথাগুলোও অন্য কারো মুখ থেকে শুনতে খুব খুব ইচ্ছে হয়। ইচ্ছে হয় কেউ একজন যদি এমন করে কথাগুলো আমাকে বলতো, কাঁধে হাতটা রাখতো। অতি গোপনে চেপে রাখা আমার দীর্ঘশ্বাসটা শুনে ফেলতো অসতর্কতার অভিনয়ে। ইস! ------ আমি বললাম: আমার চোখ দুটোর কী হবে? তিনি বললেন: পথের উপর স্থির রাখো। আমি বললাম: আমার কামনার কী হবে? তিনি বললেন: ওদের পুড়তে দাও। আমি বললাম: আমার হৃদয়ের ব্যাপারে? তিনি বললেন: এর মাঝে কী আছে? আমি বললাম: কষ্ট আর ব্যথা। তিনি বললেন: এগুলো থাকুক হৃদয়ের ভেতরেই। ক্ষতগুলো তো এমনই, এই ক্ষতগুলোই তোমার ভেতরে আলোর প্রবেশ ঘটায়। -জালালুদ্দিন রুমি
-----
--------
-------
লাভ অপ্রাপ্তি আর হেরে যাবার হাহাকারে একজীবন কাটিয়ে দিয়ে?
0 মন্তব্যসমূহ