শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

পকেট ভরা সুখ আমার





রাত ১২.৩০।

নগরীর ব্যস্ততম রাস্তাটা খুব আদুরে ধরণের চুপচাপে ব্যস্ত। অদ্ভুত নীরবতা সবখানে....
সারাদিনের ভিক্ষা শেষে ৭/৮ বছরের পথশিশুটা বন্ধ দোকানটার সিঁড়িতে বসা। একা!

ওপাশ থেকে বেলুনওয়ালার চিৎকার-- কিরে বাড়ি যাইবি না?
প্রচন্ড একা মেয়েটা তার ছলছলে চোখের ভাষায় শব্দহীন কোন একটা জবাব দেয়।

চোখের ভাষার জবাবটা বুঝে তার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে হাতের কোল্ড কফিটাতে টান দিতে দিতে গুণগুনিয়ে ফিরতে লাগলো বেলুনওয়ালা। হয়তো নিজ বাড়ি।

ভালোবাসতে জানতে হয়। প্রচন্ড অসুন্দর এই পৃথিবীটায় অদ্ভুত সুন্দরেরা সবসময় লুকিয়ে থাকে অতি গোপনে। 

সারাদিনের খাঁটুনি শেষে ক'জন পারে বুক পকেট ভর্তি সুখ নিয়ে বাড়ি ফিরতে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন