শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

আল্লাহ কি শয়তানের সাথে অবিচার করেননি?



বহু নাস্তিক আর সংশয়বাদীরা মনে করেন শয়তানের সাথে আল্লাহ সুবহানাহুতায়ালার বিচারটা ঠিক ন্যায় সংগত হয়নি। ঠোঁট উল্টে তাদের অনেকেই প্রশ্ন তোলেন— “কেবল মাত্র একটি ভুলের জন্য এত্ত বড় শাস্তি? ইবলিসের এত বছরের আমলগুলোর কোন মূল্য নেই? চির জাহান্নাম কেবল একটি ঘটনার জন্যই?” Devil worshipper দের শয়তান পুজার মূলেও এই প্রশ্ন বা সংশয়টি ই প্রধান।
ব্যাপারটার একটু সুরতহাল করা যাক।

রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

শেষ চিঠি


বিয়ের পর একুশ বছর কেটে গিয়েছে।
তিন সন্তানের বাবা এখন আমি। ব্যবসা আর ঘর-সংসার এই নিয়েই নিত্য ব্যস্ততা। বন্ধুদেরও এখন আর খুব একটা সময় দেওয়া হয় না। শত ব্যস্ততার পরেও নিয়মমত আমার মাকে আমি সময় দিতাম। স্ত্রী-সন্তানদের নিয়ে মাকে দেখতে যাওয়া,

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

ট্যাক্সি

২০০৪ থেকে '০৮ সাল। অন্য কোনো কাজ না পাওয়ায় তখন ট্যাক্সি চালাতাম। একদিনের ঘটনা। আলেকজান্দ্রিয়ার রাস্তায় ছুটে চলছে আমার ট্যাক্সি। বাহিরে মৃদু-মন্দ বাতাস আর ক্যাসেট প্লেয়ারে বাজছে প্রিয় ক্বারী মিশরী-রাশিদ- আফাসির তিলাওয়াত। আমার অন্যতম প্রিয় সূরা। সূরা আল-হাদিদ। রাস্তার ধারে চোখ পড়লো, ষাটোর্ধ্ব একব্যক্তি। হাত নেড়ে ইশারা করছেন ট্যাক্সি থামাতে। গন্তব্য কারমুজ। কথা না বাড়িয়ে তাকে নিয়েই আবার ছোটা শুরু করল আমার হলুদ ঘোড়াটা।

শুক্রবার, ৪ মার্চ, ২০১৬

দেশ-বিদেশ


১. তখন ইংল্যান্ডে থাকি। দীর্ঘদিন বেকার। কুকুরের মতো এদিক-সেদিক ছুটতে ছুটতে যখন ক্লান্ত, ঠিক সে সময়টাতে একটা চাকরি পেয়ে গেলাম। ঘন্টায় ৬ পাউন্ড, কাজটাও সহজ। লুফে নিলাম। তবে সমস্যা ছিল— এর সাথে সরাসরি হারাম কিছু কাজ জড়িত ছিল (সেসময়টাতে ইসলামের ‘ই’-ও বুঝতাম না)। জন্মসুত্রে পাওয়া ধর্মের বোধটা প্রথমদিকে একটু জ্বালাতন করলেও যখন দেখলাম আমার আর উপায় নেই এ চাকরি ছাড়া তখন সবকিছু বেমালুম ভুলে হারামে জড়িয়ে গেলাম।

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

Know your heros






মক্কাজুড়ে হইচই। আব্দুল্লাহর ছেলে নাকি নবী হয়ে গেছে, বলে বেড়াচ্ছে সে নাকি আল্লাহর রাসুল। মাথা খারাপ হয়েছে নিশ্চিত। আরে না! না! জিনে ধরছে মনে হয়। এহেন শত অপবাদ, গুজব আর মিথ্যারোপ যখন রসুলুল্লাহ(সা:) এর প্রতি চাপানো হচ্ছিল; ঠিক সে সময়টাতে বিমর্ষ, ভারাক্রান্ত রাসুল(সা:) এর সামনে দাঁড়িয়ে প্রথম বয়স্ক মানুষ হিসেবে যে মানুষটা নির্দ্বিধায়, সন্তুষ্টচিত্তে শাহাদার ঘোষণা দিয়েছিলেন, ছায়ার মত পাশে থেকে তাকে সাহাস জুগিয়ে গেছেন তিন হচ্ছেন-- আবু বাকর বিন আবু কুহাফা।

সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

জঙ্গি তৈরির কারখানা

‘মাদরাসা বন্ধ করতে হবে’ বা এটি ‘জঙ্গি তৈরির কারখানা’ জাতীয় অখাদ্য শ্রেণির উক্তি ইদানিং বাজারে বেশ চলছে। বাংলাদেশের একটি নিয়ম হচ্ছে কোন কাজ আমলে পরিবর্তন করার পূর্বে সেটা নিয়ে বারবার বিতর্ক তৈরি করা। একটা মিথ্যাকে হাজারবার শুনিয়ে কানকে অভ্যস্ত করে মানুষের চামড়ায় সইয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা। একবার অভ্যাস হয়ে গেলেই খালাস- দুম করে এবার করে ফেললেই হল। এসবের যিকরকারী কারা তা লিখে প্রকাশ করার কোন প্রয়োজন আমি বোধ করছি না।