বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

মন খারাপের মন ভালো


রাতগুলো কেবল চুপচাপ নিরিবিলির অন্ধকারেরই নয়। কিছু কিছু রাত অপ্রাপ্তির নির্নিমেষ হিসেব নিকেষ আর চিন্তার ফড়িংটার ডানা ঝাপটানো দুর্দান্ত খেলা নিয়েও ব্যস্ত থাকে।
শীত শীত রাতগুলোতে ওপাশের পাতা পোড়ানো মন খারাপ করা গন্ধটা কীভাবে কীভাবে যেন একটা টানেলের ভেতর দিয়ে প্রতিটাদিন ছুটিয়ে নিয়ে যেতে থাকে। অস্থির যন্ত্রণায় হাতড়াই। আজ যাওয়া যাবে না। একটা ইঞ্চিও না। কিছুতেই না। তবু যেতে হয়। স্মৃতিতে। স্মৃতি মানেই মনখারাপ করা কিছু ন্যাকা ন্যাকা
বাক্যালাপ।
আজকের ভালো লাগা মূহুর্তটা আগামীতে যখন গত হবে, দুম করেই তখন তা শুকনো পাতার বনে আগুন লাগার মত করে মনটাকে খারাপ করে দেবে। আবার আজকের খারাপ লাগা মুহূর্তটা যখন পুরাতন হবে? নিজের বোকামীর খিস্তি আউড়ে নিজেকেই নিজের কাছে ছোট করে তুলতে বাধ্য করবে এই বিচ্ছিরি স্মৃতি স্মৃতি খেলাটা।
'ভালো স্মৃতি' বলতে বস্তুত পৃথিবীতে কিছুই নেই। পুরোটাই বাটপারি। প্রতারক মনকে বুঝ দিয়ে কোনোভাবে বেঁচেবুঁচে টিকে থাকা-- এই ত সালা ভালো আছি....