বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭

সরলতার জটিলতা



মানুষ তার শেকড়ের সাথে বেইমানি করতে বেশ আরামবোধ করে। শূন্যে মাথা উঁচু করে ডাল-পালা মেলতে শেখা মাত্রই সে নিজেকে বিরাটাকার মুন্সি টাইপ কিছু একটা ভেবে নিজ শেকড়কে অস্বীকার করে বসে। সে ভুলে যেতে চায় নীরব-নিভৃতে যে শেকড় তার জন্মলগ্ন থেকে আজকের এই অবস্থানে আসতে সাথী হয়েছে তাকে আদতে দেখা না গেলেও এই শেকড়টাকে ছাড়া সে আসলে মূল্যহীন। স্রেফ পুড়িয়ে ফেলা খড়িকাঠ মাত্র। 

শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

চেতনা ব্যবসা



রাসুল(সা.) কিছু কিছু মানুষের কথাকে 'সিহর' বা জাদু বলেছেন। জাদু শব্দটা বাংলা ভাষায় কখনও কখনও পজেটিভ অর্থ নির্দেশ করলেও আরবি কিংবা ইসলামি পরিভাষায় সর্বদাই জাদু মন্দ বা ক্ষতিকর অর্থ নির্দেশ করে। 

জাফর স্যার কিংবা শাহরিয়ার কবিরেরা অতি মার্জিত, সুন্দর ভাষা আর শব্দ নিয়ে খেলতে পারেন। কথার জাদুতে কেমন মায়া মায়া একটা পরিবেশ সৃষ্টি করে আমাদের তারা মুক্তিযুদ্ধের গল্প শোনান সেই কৈশোর থেকে। ভালো-খারাপের ফিল্টার শেখান হাতে-কলমে। 

আমাদের মুক্তিযোদ্ধারা ভয়াবহ রকমের দুর্ভাগা। যে পত্রিকায় জাফর স্যারের মুক্তিযুদ্ধের টান টান উত্তেজনাপূর্ণ গল্প পড়ে আমরা মুক্তিযুদ্ধের সবক নিতে শিখি সেই একই পত্রিকায় বিনা চিকিৎসায় তড়পাতে তড়পাতে মুক্তিযোদ্ধার মরে যাবার গল্পটা এড়িয়ে যাই। 
যেন এ ত হবারই ছিল। কিচ্ছু না বস...অতি স্বাভাবিক ব্যাপার! 

বীরশ্রেষ্ঠদের পরিবারেরা আজ কোথায় কেমন ভাবে ভিক্ষার জীবনযাপন করে তার খন্ডিত কাটখোট্টা সংবাদ আমাদের নাড়া দেয় না। নাড়া দেয় ‌কথার যাদুতে মুক্তিযুদ্ধের গল্পকারদের আলা-ভোলা কাহিনি। গল্পের আসরগুলো কখন যে মুক্তিযোদ্ধাদের চাইতেও এর গল্পকারদের শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে তা আমরা টেরও পাইনি। 

বুক ফুলিয়ে খাটের তলা আর মুরগী সাপ্লাই সেক্টরের লোকেরা আজ বিজয় দিবস নিয়ে বীরত্বগাথা রচনা করেন। সেই বীরত্বগাথা পড়ে আকণ্ঠ চেতনা গেলা জেনারেশন 'ভিজে দিউয়াস' কে ভ্যালেন্টাইনস ডে ভেবে হিন্দি গান ছেড়ে রাস্তায় নাচানাচি করে। অবশ্য এমনটা হওয়াই স্বভাবিক। 

যে স্যার রোবট দেখে বলে উঠেন ড্যান্স করো ত, সেই স্যারের চেতনাধারী ভাইদের কাছে এর চাইতে আর বেশি কিছু আশা করাটাই বোকামি.... আফটার অল চেতনাজীবি-চেতনাজীবি ভাই ভাই।