সোমবার, ৭ মে, ২০১৮

রিজক



একটা ওয়ার্কশপে সেই ভেন্যুরই ক্যাটারিং সার্ভিস থেকে চা অর্ডার করলাম। ৩৮ জন মানুষের দু কাপ করে ৭৬ কাপ চা। ভেন্যুর পোলাপান এসে চা পরিবেশন করে দিয়ে গেলো। ব্যবহারও মাশাল্লাহ ভালো। অমায়িক।
মনে মনে নিয়ত করে ফেললাম যাবার সময় বিলের সাথে এদের দুশ টাকা বখশিশ দিয়ে যাব,

বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

তখন আমায় নাইবা মনে রাখলে...




সবকিছুর একটা শেষ আছে। জন্মের, প্রাণের, যন্ত্রণার, কষ্ট-দু:খ কিংবা সম্পর্কের। কিছু সমাপ্তি খণ্ডিত; ভাঙাচোরা সাময়িক। আবার কিছু চিরকালীন।
শেষটা যে যত ভালোভাবে মেনে নিতে পারে। সে ততটা সুখী। কষ্টের সময়গুলোর একটা পর্যায় থাকে। প্রথমটা অতি ধারালো, তীক্ষ্ণ; বুকটাকে ফালাফালা করে ফেলবার জন্য যথেষ্ঠ। এরপর সময়ের ব্যবধানে এই তীক্ষ্ণ কষ্টের ফলাটাই ভোঁতা হয়ে মুড়ি-মুড়কি হয়ে যায়। ক্রম:শ....ক্রমশ....