বুধবার, ২৮ আগস্ট, ২০১৩

জোছনার ওপারে...




মেহমানরা সব চলে গেছে।

ডেকোরেটর ওয়ালাদের বিশাল পাতিল,আর প্লাস্টিকের চেয়ারগুলো অতিদ্রুত ওঠানো হচ্ছে ভ্যানে। তাদের মাঝে এক অন্যরকম ব্যস্ততা। ফরিদ সাহেবের আজ আর তেমন কোন ব্যস্ততা নেই। তিনি নির্বাক চোখে গ্রিলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছেন।

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

শাহবাগ ও একগুচ্ছ নাটিকা !!




ভেবেছিলাম ব্লগার নাটকের ব্যপারে কোন কথাই বলব না,পপকর্ণ খাইতে খাইতে মজা নিবো, নীরব দর্শকের ভুমিকা পালন করব।মাঝে মধ্যে খেলা দেখে হাত তালি দিব,শিস বাজাব। কিন্তু পোলাপানের হাউকাউ দেখে মেজাজ তুঙ্গে উঠে গেছে...

যখন সাইদি সাহেবকে ফাঁসি দেয়া হল। তখন বিচারক সাহেব গলা গম্ভীর করে নাটকীয় কায়দায় ডায়লগ দিলেন ''আমরা কোন আল্লামার ফাঁসি দেইনি দিয়েছি একাত্তরের ঘাতকের।"

 

বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

Nero Fiddled While Rome Burned !!

আজ একজন রোমান সম্রাটের গল্প বলব: 

৩৭ খ্রিস্টাব্দের এক সুন্দর দিনে জন্ম হয় নেরো নামের এক ফুটফুটে শিশুর। মাত্র দুই বছর বয়সে বাবাকে হারায় নেরো, 

এরপর থেকে পালিত হন তার এক মামার কাছে।নাম ক্যলিগুলা। খ্রিস্টাব্দ ৪৯-এ তাঁর মা বিয়ে করেন ক্লডিয়াস নামক এক 

ব্যক্তিকে আর খ্রিস্টাব্দ ৫০-এ তাকে দত্তক নেয় ক্লডিয়াস,তখন থেকেই নেরো বনে যান ''নেরো ক্লডিয়াস সিজার''। 


ক্লডিয়াসের মৃত্যু ঘটে খ্রিস্টাব্দ ৫৪ তে।বলা হয়ে থাকে তাঁর স্ত্রী অর্থাৎ নেরোর মা এগ্রিপিন্না তাকে বিষাক্ত মাশরুম খাইয়ে 

হত্যা করেন। মাত্র ১৭ বছর বয়সে সিংহাসনে বসেন নেরো,আর হত্যা করেন তার সৎ ভাই ও আপন মাকে। সময়ের সাথে 

সাথে বাড়তে থাকে সম্রাট নেরোর ক্ষমতা। হয়ে ওঠেন সময়ের অন্যতম শক্তিশালী শাসক।আর তাঁর ক্ষমতার তার সাথে 

সাথে বাড়তে থাকে তার অত্যাচার।তার অত্যাচারে জর্জরিত শহরের নাগরিকরা হয়ে উঠতে থাকে ক্রমেই প্রতিবাদী। 

সোমবার, ১ এপ্রিল, ২০১৩

কয়লা বাবা !!

অফিস যাচ্ছি,শ্যমলী শিশু মেলার সামনে একটা জিনিস দেখে থমকে দাঁড়ালাম।লাল রঙের ছোট প্লাস্টিকের ঘোড়া shape এর একটা খেলনা,ঘোড়ার পেছনে পাইপ লাগানো,পাইপের মাথায় টিপ দিলেই ঘোড়া লাফ দিচ্ছে,ব্যপক বিনোদিত হইলাম।খানিকক্ষণ গবেষনার পর বুঝতে পারলাম,বাতাসের চাপের কারণে ঘটছে ব্যপারটা,সেই লেভেলের ফিজিক্স।