Nero Fiddled While Rome Burned !!

আজ একজন রোমান সম্রাটের গল্প বলব: 

৩৭ খ্রিস্টাব্দের এক সুন্দর দিনে জন্ম হয় নেরো নামের এক ফুটফুটে শিশুর। মাত্র দুই বছর বয়সে বাবাকে হারায় নেরো, 

এরপর থেকে পালিত হন তার এক মামার কাছে।নাম ক্যলিগুলা। খ্রিস্টাব্দ ৪৯-এ তাঁর মা বিয়ে করেন ক্লডিয়াস নামক এক 

ব্যক্তিকে আর খ্রিস্টাব্দ ৫০-এ তাকে দত্তক নেয় ক্লডিয়াস,তখন থেকেই নেরো বনে যান ''নেরো ক্লডিয়াস সিজার''। 


ক্লডিয়াসের মৃত্যু ঘটে খ্রিস্টাব্দ ৫৪ তে।বলা হয়ে থাকে তাঁর স্ত্রী অর্থাৎ নেরোর মা এগ্রিপিন্না তাকে বিষাক্ত মাশরুম খাইয়ে 

হত্যা করেন। মাত্র ১৭ বছর বয়সে সিংহাসনে বসেন নেরো,আর হত্যা করেন তার সৎ ভাই ও আপন মাকে। সময়ের সাথে 

সাথে বাড়তে থাকে সম্রাট নেরোর ক্ষমতা। হয়ে ওঠেন সময়ের অন্যতম শক্তিশালী শাসক।আর তাঁর ক্ষমতার তার সাথে 

সাথে বাড়তে থাকে তার অত্যাচার।তার অত্যাচারে জর্জরিত শহরের নাগরিকরা হয়ে উঠতে থাকে ক্রমেই প্রতিবাদী। 


১৮ জুলাই খ্রিষ্টাব্দ ৬৪,ভাদ্র মাসের নদীর মত শান্ত নিরব এক রাত- রোম শহরে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে আগুন।

মুহুতের মধ্যেই আগুন ছড়িয়ে পরতে থাকে দিক থেক দিকে।গ্রাস করে নিতে থাকে রোম শহরটাকে তাঁর ভেতরে।

 সম্রাট ছিলেন ভিষন রসিক মানুষ,রোম যখন পুড়ছিল দাউ দাউ করে তিনি তখন মঞ্চে ''সেক অফ ইলিউম'' গাচ্ছিলেন, 

আর সাথে বাজান হচ্ছিল লিয়ার(তারযুক্ত বেহালার মত বাদ্যযন্ত্র)। 


এ ঘটনা থেকেই ''Nero Fiddled While Rome Burned'' প্রবচনটি উদ্ভুত। আগেই বলেছি সম্রাট রসিক মানুষ,আগুনে ঝলসে 

যাবার ফলে মাইলের পর পর মাইল খালি জায়গা পড়ে রইল,এত বিশাল জমি তো আর শুধু শুধু ফেলে রেখে নষ্ট করা যায় না,

ব্যবহার করা উচিত। সম্রাট ব্যবহার করলেন যথাযথভাবে,সেই স্থানে নির্মাণ করা হল প্রাসাদ,নাম ল্যাটিনে '' Domus Aurea.'' 

আর ইংরেজিতে ''Golden House.'' সম্রাট মহানুভব, ক্ষতিগ্রস্ত নাগরিকদের নিজের তহবিল থেকে খরচ করে সরবরাহ করলেন।

খাদ্য,বস্ত্র,বাসস্থান। 


সম্রাটের এখানে মুলত ২টি লাভ হল, তাঁর প্রাসাদের জন্য প্রয়োজন পড়েছিল বিশাল জায়গার তার একটা বন্দোবস্ত হয়ে গেল, 

আর প্রতিবাদী বেয়াদপ জনগনও হয়ে গেল তার অনুগত। কি ? সম্রাটকে সন্দেহ হচ্ছে তিনি কি আগুন লাগিয়েছেন কিনা ? 

এর জবাব আমি দেব না,ভেবে বের করুন।

অনেক কিছু আছে ভাবার শুধু ইতিহাস নয় বর্তমানেও.... যাই হোক,সম্রাট নেরো ৬৪ খ্রিটাব্দে আতহত্যা করেন,

পালানোর কোন পথ না পেয়ে। ক্ষমতা চিরদিন থাকে না। কখনও থাকেনি। কোনদিন থাকবেও না। সুতরাং ক্ষমতার 

ব্যবহারকারিরা সাবধান,আপনি যেই হন না কেন। সময় একদিন আসবেই যেদিন আপনিও পালাতে পারবেন না......

পালানোর পথ কখনও থাকেনা,কোনদিন থাকেনি, কোনদিন থাকবেও না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ