বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

শাহবাগ ও একগুচ্ছ নাটিকা !!




ভেবেছিলাম ব্লগার নাটকের ব্যপারে কোন কথাই বলব না,পপকর্ণ খাইতে খাইতে মজা নিবো, নীরব দর্শকের ভুমিকা পালন করব।মাঝে মধ্যে খেলা দেখে হাত তালি দিব,শিস বাজাব। কিন্তু পোলাপানের হাউকাউ দেখে মেজাজ তুঙ্গে উঠে গেছে...

যখন সাইদি সাহেবকে ফাঁসি দেয়া হল। তখন বিচারক সাহেব গলা গম্ভীর করে নাটকীয় কায়দায় ডায়লগ দিলেন ''আমরা কোন আল্লামার ফাঁসি দেইনি দিয়েছি একাত্তরের ঘাতকের।"

 

ডায়লগ হিট। জন্ডিস জ্বরে আক্রান্ত হলুদ মিডিয়া,শাহবাগ জ্বরে আক্রান্ত পোলাপান সবার মুখে মুখে একই ডায়লগ। বিচারক হিট। প্রচুর হাত তালি পড়ল,শিস বাজল। আমরা নাচন-কুদন করলাম ,মিষ্টি-বিরানি খাইলাম,সবাই ব্যপক খুশি। ঈদ-ঈদ ভাব !

সেসময়ের অন্যতম জনপ্রিয় ডায়লগসমূহের মধ্যে  একটি ছিল, ''আমরা অঙ্ক পরিক্ষার দিন বাংলা পরিক্ষা দেই না,অঙ্ক পরিক্ষাই দেই '' খুবই খাঁটি এবং জ্ঞ্যানগর্ভ কথাবার্তা

যাই হোক,আমরা এক অপরাধীকে শাস্তি দিলাম,সে যে- হোক নিস্তার নাই। এই ধরনের পার্টে আমরা অস্থির।

কিন্তু  ঘটনা গিট্টু লেগে গেছে, ব্লগারদের গ্রেফতার করা হয়েছে। সবাই অস্থির হয়ে পড়ল,ভাবখানা এমন তাদের কোন দোষ নাই,তারা নিষ্পাপ শিশু,মহিউদ্দিন সাহেব তো মাঝে-মধ্যেই ফিডারে করে নিডো দুদু খায়।দুধের দাম বৃদ্ধির কারনে বর্তমানে খাওয়া স্টপ রেখেছে।

ঘটনা কিন্তু আমরা সবাই- কম-বেশি জানি। মহিউদ্দিন সাহেবের লেখা আমি প্রথম যেদিন পড়ি অজু করে আসব কিনা ভাবতে হয়েছিল,শরীর নাপাক নাপাক লাগছিল। পেট ফেটে বমি আসছিল।সুপারি-পান খেয়ে বমি থামাতে হয়েছে।

কোন সুস্থ মস্তিস্কের সভ্য মানুষের পক্ষে এধরনের কথা বলা সম্ভব না।অন্যের চিন্তা-চেতনাকে খাটো করে দেখার বা গালি দেয়ার অধিকার তার নেই।সে অপরাধী।অবশ্যই সে ভয়ানক অপরাধী  

 এখন প্রশ্ন হল,একজন অপরাধীর পক্ষে আমরা কেন  সাফাই গাচ্ছি। কেন আমাদের এই ডাবল স্ট্যান্ডার্ড?

এখন কেন এই ডায়লগ মারা যাচ্ছে না যে,''আমরা কোন ব্লগারকে শাস্তি দিচ্ছি না,দিচ্ছি একজন অপরাধীকে।''

গতকাল কোন এক চ্যানেলে লাইভ টক শোতে দেখি এক ব্লগার বলছেন, ''ব্লগগুলো তো অনেক আগে লেখা হয়েছিল তাহলে এতদিন এগুলো নিয়ে প্রশ্ন কেন উঠেনি?কেন তারা চুপ ছিল? আসলে যুদ্ধাপরাধির বিচার বানচালের জন্যই এসব করা হচ্ছে।''

ভাই ভালাই বলেছেন কথাগুলো,তাহলে এখন যদি জামাতিরা বলে,''যুদ্ধাপরাধ আমরা করেছি ৪২ বছর আগে এতদিন কেন কথা উঠে নাই ?৪২ বছর পর কেন এত কথাবার্তা ?এটা ষড়যন্ত্র।'' উত্তর কি দেবেন ?

 

তারা হয়ত আরও বলে বসতে পারেন,''অঙ্ক পরিক্ষার রুটিন দিছে এখন,(বিচার হচ্ছে এখন) তাই এখন আমরাও পরিক্ষা দিতাসি ডিস্টার্ব দিয়েন নাহ! দুধ থাকলে দুধ দেন, নিডো দুধ।অন্য দুধ খাই নাহ ! খায়া পরিক্ষা দিমু। কোন সমস্যা ??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন