বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

সত্য-মিথ্যার পার্থক্য দিবস



কাবার গিলাফটা মুঠো করে আঁকড়ে ধরলেন আবু জাহেল। তীব্র কন্ঠের দুআ-- “হে কাবা ঘরের রব্ব! যদি মুহাম্মদের ধর্ম মিথ্যা হয়ে থাকে তবে তাদের ধ্বংস করে দাও অথবা আমরা যদি মিথ্যার উপর থাকি তবে আমাদের ধ্বংস করে দাও।"
যুদ্ধ শুরু হলো। ভয়ংকর এক যুদ্ধ। স্থান মক্কা থেকে ১২০ আর মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরের মধ্যবর্তী একটি স্থান, বদর। মুসলিমদের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনা করছেন সরাসরি মুহাম্মাদ(সা.)। তাঁর সাথে সৈন্য সংখ্যা ৩১৩। উট ৭০ এবং ঘোড়া মাত্র দুটি। অপরদিকে অমুসলিমদের সেনাপতি উতবা বিন রাবিআ। তাদের সৈন্য সংখ্যা এক হাজার। ঘোড়া ১০০, ৬০০ লোহার বর্ম আর অসংখ্য উট।

শনিবার, ৪ মে, ২০১৯

ঘুর্ণিঝড় ফণী ও আমরা



বিজ্ঞান আমাদের বলে দিতে পারে কেন প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টি হয়। বলে দিতে পারে এর উৎপত্তি কোথায়, কোথা থেকে কোথায় ঠিক কত বেগে আঘাত হানবে। আচ্ছা, এই জানাটাই কি সব? যদি সব হয় তাহলে একটা ভূমিকম্প কেন ঠেকিয়ে দিতে পারে না মানুষ তার সর্বশক্তি দিয়ে? কিংবা একটা ঘূর্ণিঝড়?দাবানল?