বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

কদর্য-ভাস্কর্য




ভাস্কর্য বানাবেন কি বানাবেন না সেই আলাপ করার আগে, বাংলাদেশের ভাস্করদের উচিত ভাস্কর্য জিনিসটা ঠিকঠাক বানাতে শেখা। বাংলাদেশে ভাস্কর্যের নামে যেসব কদর্য শ্রেণির বস্তু তৈরি করা হয় সেগুলাকে ভাস্কর্য না বলে ভাস্কদর্য ডাকাটাই উত্তম। 

বাংলাদেশের রাস্তাঘাটে সবচাইতে বেশি যে মানুষটার তৈরি ভাস্কদর্য  দেখা যায় তার নাম মৃণাল হক। এই লোকটা ব্যপক চেতনাবাজি করে প্রচুর পয়সা বাগিয়ে এখানে সেখানে ইচ্ছামত মূর্তি তৈরি করে গেছেন তার মৃত্যুবধি। একবার কাওরান বাজার মোড়ে এই লোক একটা বাঘের মূর্তি বানালেন। বাঘের শরীরটা ছিল সাপের মত সরু আর চেহারা অবিকল রঙচং মাখানো মানুষের মত। বানানোর কয়েক দিনের মধ্যে এই বাঘ আবার এক ভ্যানওয়ালার মাথায় পড়ে ভ্যানওয়ালার মারা যান। আজ অবধি কোন বিচার হইনি এই অব্যবস্থাপনার। দায়ভার যায়নি কারও ওপরই।