বুধবার, ২৯ জানুয়ারী, ২০১৪

তাজমহল: অভিশাপ না ভালোবাসা ?



সেদিন একটি ফটোগ্রাফি কম্পিটিশনে হঠাৎই একটা ছবিতে চোখ আটকে যায় আমার। তেমন কোন শিল্পগুণ সমৃদ্ধ ছবি নয়। টিপিক্যাল সম্রাট শাহজাহান সাহেবের তাজমহলের ছবি। ছবির নিচে ক্যাপশন ”Symbol Of Love”.


এরপর থেকেই তাজমহল সম্পর্কিত কিছু বিষয় আমার মাথায় ঘুরঘুর করছে। যার ফলাফল এই লেখাটি।

ছোটবেলা থেকেই তাজমহল ব্যপারটাকে আমরা ভালবাসার মূর্ত প্রতীক হিসেবে জেনে এসেছি। সেই সাথে সাথে জেনেছি সম্রাট শাহজাহানকে একজন মহান প্রেমিক হিসেবে। যিনি নিজ স্ত্রীর জন্য তার ভালোবাসার পদচিহ্ন রেখে গেছেন এ পৃথিবীর বুকে। যা যুগ হতে যুগে মানুষের জন্য হয়ে আছে ভালোবাসার এক জ্বলন্ত দৃষ্টান্ত স্বরূপ।

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০১৪

আত্মহত্যা !!


.....বাসে যাচ্ছি,পাশের সিটে দু'জন প্রায় আমারই বয়সী ছেলে বসা। একজন কাদছে আর মাঝে মাঝে বিড়বিড় করে কিছু একটা বলছে তার পাশের ছেলেটিকে।ব্যপার বোঝার জন্য কান খাড়া করে গভীর মনযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা চালালাম।রহস্য উদঘাটন হল কিছুক্ষনের মধ্যেই। তার কোন এক বন্ধু আত্মহত্যা করেছে কোন এক মেয়ের কারনে। কিছুক্ষনের মাঝে আরও জানা গেল মেয়ের চরিত্রও নাকি বিশেষ সুবিধার না! ঝামেলা আছে চরিত্রে। যাই হোক, সেদিনের পর থেকে আমার মাথায় বেশ কিছু ব্যপার ছুটোছুটি করছে।মৃত ব্যক্তির সাথে কথা বলার সুযোগ থাকলে তাদের ব্যপারগুলো জিজ্ঞেস করে দেখা যেত,