মঙ্গলবার, ৯ মে, ২০১৭

ক্ষণদুঃখী


                                          

মানুষের অনেকগুলো চমৎকার ক্ষমতার মাঝে একটি হলো-- সে পরম অভিযোজন ক্ষমতাসম্পন্ন একটি প্রাণী।
আমাদের সবার জীবনেই কম-বেশি এমন সময় এসেছে যে-- যা ছাড়া জীবনটাকে কল্পনাও করতে পারছি না, তা হারিয়ে যাবার পর একটা বড় ধাক্কার মতো খেয়েছি।

শুক্রবার, ৫ মে, ২০১৭

মধ্যযুগীয় শিক্ষা


দৃশ্য-১:
জুমু'আ শেষে আড্ডারত কয়েকটি যুবক।বিশ্ববিদ্যালয় পড়ুয়া। কথায় কথায় মুখ দিয়ে আংরেজি বুলি আওড়াচ্ছে একজন-- It was fu**ing.....বলতে বলতেই হাতে থাকা সবুজ মাউন্টেন ডিউয়ের অবশিষ্ট তরলটুকু গলায় পাচার করে দিয়ে বোতলটা ছুঁড়ে ফেললো রাস্তায়। টকাৎ....
দৃশ্য-২:
জীবনে কোনদিন পরিবর্তন না করা অতি ময়লা শাড়ি আর মুখ-চুল ভর্তি ফাউন্ডেশন অথবা হেয়ার কালারের বদলে কালি-ময়লার আস্তরন আর কাঁধে সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে এগিয়ে এলেন এক বৃদ্ধা। উপুড় হয়ে অতি সাবধানে তুলে নিলেন বোতলটা, যেন তার অতি আদরের কেউ, যত্নের কেউ। ছিপিটাও খুঁজে বের করলেন কোথা থেকে যেন।
অতি অদ্ভুত এক পৃথিবীতে আমরা বাস করি। শিক্ষিত, ভদ্দরনকেরা রাস্তা-ঘাট, নদী-নালা, পাহাড়-সমুদ্র সব, সব কিছু নোংরা করে চলে তুমুল প্রতিযোগিতায়। আর তা পরিষ্কার করে এ পৃথিবীকে মোটামুটি বসবাসের উপযোগী করে রাখে অশিক্ষিত, ছোটলোকেরা। অদ্ভুত!
যে শিক্ষা অন্ততপক্ষে রাস্তায় ময়লা না ফেলার মতো অতি ক্ষুদ্র নৈতিকতাটাও জাগাতে পারে না, সে শিক্ষার উদ্দেশ্যটা আসলে কী?
____
ফুটনোট: প্রায় ১৪০০ বছর আগে মুহাম্মাদ(সা.) নামক একজন তৎকালিন সমাজের সার্টিফিকেটহীন অশিক্ষিত ব্যক্তি রাস্তা ময়লা না করার শিক্ষা দিয়ে গেছেন, এমনকি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলতে নির্দেশ পর্যন্ত দিয়ে গেছেন।
(এখন তো আবার আপনারা মধ্যযুগীয় শিক্ষা নেবেন না। দেশ পিছিয়ে যাবে। তবুও জানিয়ে রাখলাম আরকি। মাইন্ড কইরেন না)

বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

সস্তা কিছু হতাশা


নিউজ দেখলাম একটা মেয়ে এসএসসি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করেছে। নতুন কোনো ঘটনা নয়। প্রতিবছর এসএসসি পরীক্ষা হবে। লাখ লাখ ছেলেমেয়ে এ+ পাবে আর মুদ্রার উল্টো পিঠে থাকা কিছু ছেলেমেয়ে অকৃতকার্য অথবা অপেক্ষাকৃত খারাপ ফলাফল করে আত্মহত্যা করবে। সমাজের অতি সাধারণ, মুখস্থ একটি চিত্র। তবু বাআঁলি জাতির এতে কোনোদিন টনক নড়বে না। একটা ছাত্র/ছাত্রী খারাপ রেজাল্ট করা মাত্রই পুরো সমাজ তার উপর চেপে বসবে। হাসাহাসি-গালিগালাজ-মার কোনো কিছুই বাদ যাবে না মেন্যু থেকে। ১৫-১৬ বছরের একটা স্রেফ বাচ্চা ছোকরা এই পাহাড়সম অপমান মাথায় নিয়ে কীভাবে টিকে থাকবে তার থোড়াই কেয়ার বাঙাল জাত করে।
আমরা হাসিমুখে একজন ঘুষখোর, সুদখোর অথবা এ জাতীয় চোরদের সাথে বসে চা খেতে পারি অবলীলায়, কিন্তু একটাবার পরীক্ষায় খারাপ করা ছাত্রের সাথে ভালো ব্যবহার করতে পারি না, কাঁধে হাত রেখে নীরবে জানান দিতে পারি না--ব্যপার নাহ! যেন তারা এক ভয়ানক অপরাধী। এরশাদ শিকদার গোছের কেউ।অথচ পরীক্ষায় ভালো-খারাপ ফলাফল একটি অতি স্বাভাবিক প্রক্রিয়া। বাংলাদেশ-ভারত ছাড়া পৃথিবীর আর কোথাও, কোনো সমাজে পরীক্ষার ফলাফলের জন্য কেউ আত্মহত্যা করেছে বলে কোনদিন শোনা যায় না। এর মানে এই না যে সব জাতি মূর্খ রয়ে গেছে আর আমরা সব বিদ্যার আটিঁ।
কেনো যেন এই এসএসসি, এইচএসসি নামক ফালতু গোছের পরীক্ষাগুলো আমাদের সমাজে এত বেশি মূল্যবান যে এর জন্য নিজের জীবনটাকে পর্যন্ত নির্মম ট্রেনের চাকার নিচে পিষে ফেলতে আমরা দ্বিধা করি না।
পরীক্ষার্থী পোলাপানদের বলতে চাই--
যেই মানুষদের কথা শুনে তোমরা এত ভয় পাচ্ছো, তারা কোনোদিনই তোমার পথটা হেঁটে দিবে না। তারা কোনোদিন তোমাদের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে শরীক হতে পারবে না। তারা কেবল মুখ ভেংচে চিরকাল নিজ জিভের কু-ব্যবহারই করে যাবে। মনে রাখা উচিত- কুকুরেরা ঘেউ ঘেউ করবেই, তাই বলে ক্যারাভান কখনো থেমে যায় না। সে চলবে নিজ গতিতেই।
ফলাফল খারাপ করার পর জীবন থমকে গেছে, নি:শেষ হয়ে গেছে জাতীয় ধারণা জন্মানো স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করো, এই একটা পরীক্ষা সত্যিই তোমার এই মহান জীবনের কোনো কিছু শেষ করার ক্ষমতা রাখে না। তোমার জীবনটা শেষ করে থাকলে করতে পারো তুমি নিজে; নতুন করে উঠে দাঁড়াবার প্রচেষ্টা টা থামিয়ে দিয়ে। এই মানবজীবন এত তুচ্ছ নয় যে একটা মাত্র পরীক্ষাই এর গতিপথ থমকে দেবে। জীবনটা আনন্দের। শুধু কখনো কখনো একটু সময় লাগে হারিয়ে যাওয়া আনন্দটুকু ফিরে পেতে।
এ পৃথিবীর সবাই তোমার হাতটা ছেড়ে দিলেও যে মহান আল্লাহ তায়ালা তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে একা ছেড়ে দেবেন না কখনোই। শুধু দরকার লম্বা করে একটা শ্বাস নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আবার নতুন করে শুরু করার উদ্দীপনা নিজের মাঝে তৈরি করা। যে মহান রব তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন তিনি তোমাকে ভোলেননি এখনও। শুধু অপেক্ষা তার কাছে চাইবার। দু ফোঁটা চোখের জল তার সামনে সিজদায় ফেলেই দেখো, সফলতার প্রকৃত মালিক টা কে!

বুধবার, ৩ মে, ২০১৭

পৃথিবী আর ভালোবাসা



                                      

আমার ফোনে কিছু মৃত মানুষের কন্টাক্ট নাম্বার আছে। নিয়মানুসারে সেগুলো ডিলেট করে আমার তাদের ভুলে যাওয়া উচিত। মৃত মানুষদের জন্য অপেক্ষা করার কোনো কারণ নেই, তাদের সকল আপাত স্মৃতি জোর করে দূরে ঠেলাটাই মানব সন্তানের স্বভাবজাত প্রবৃত্তি।