মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

জাজমেন্ট



ট্রেন চলছে। পিতা-পুত্র পাশাপাশি বসা।
মায়াবী চেহারার ছেলেটার বয়স সতের কি আঠারো হবে। সরল চেহারা, উৎসুক দৃষ্টি। হাতের কনুইয়ে ভাঁজে থুতনি রেখে সে তার সতর্ক দৃষ্টি মেলে দিয়েছে জানালার ওপারে।
হঠাৎই ছেলেটা চেঁচিয়ে উঠলো-- "বাবা! গাছগুলো আমাদের ছেড়ে পেছনের দিকে ছুটছে। হা হা হা, কী চমৎকার! পাশে থাকা বাবা মুচকি হেসে সেদিকে তাকালেন।

সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

হামিং বার্ডের গল্প



পুরোনো গল্প। পুরানো চাল বাড়ে ভাতে। আর পুরানো গল্প বাড়ে বয়ানে। তাই পাটি পাতুন, গায়ের চাদর ভালো করে মিশিয়ে নিন। এখন হবে পুরোনো এক গল্প--
একটা বনে আগুন লেগে গেছে। সমস্ত বন তোলপাড়, দিশেহারা প্রাণীরা সব এসে ভীড় করছে আগুনের চারপাশে। হা-হুতাশ চলছে।
এখন কী হবে? এখন কী হবে? সব তো শেষ।