মানুষ হিসেবে আমার মন খুব একটা বড় আকৃতির না। ফলাফল- এই এক জীবনে তৈরি করা ভালোবাসার মানুষদের তালিকার সাইজ অতি ক্ষুদ্র। এ তালিকার মোটামুটি শীর্ষে অবস্থানকারী একজন মানুষ ছিলেন আমার নানু।
ঝিরিঝিরি বৃষ্টির দিনগুলো আসলেই আমার গা শিউরে উঠে। সেদিনটাও ঠিক এমন ছিল। ভোরের আলো পুরোপুরি ফোটেনি। হাসপাতালের কেবিনের সামনে অস্থির পায়চারি করছি আমরা। নানুর অবস্থার ক্রমশ: অবনতি হচ্ছে। যে ক্লিনিকে তিনি ভর্তি তাতে আইসিইউ নেই। রাস্তার অপরপ্রান্তের হসপিটালে নিয়ে যেতে হবে। ভোরবেলা, হাসপাতালের কাউকে …
ঈমান আনবার পর একজন মু’মিনের জন্য সবচাইতে জরুরি কাজ সালাত আদায় করা। সালাতের ফরয,ওয়াজিব,সুন্নাহ এবং সালাতের পূর্বাপর বিষয়গুলো গুরুত্ব সহকারে যথাসম্ভব নির্ভুল পদ্ধতিতে আদায় করা একজন মু’মিনের জন্য বাঞ্ছনীয়।
এ লেখাটিতে এমন কিছু ভুল-ত্রুটির উল্লেখ করা হয়েছে যেগুলো মুসল্লিদের মাঝে অধিক লক্ষণীয়; এবং যেসব থেকে বেঁচে থাকা অতীব জরুরি। লেখাটিতে ফিকহি মতপার্থক্য এড়িয়ে কেবলমাত্র সর্বসম্মত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
বিক্রিহয়েযায়।পুরোপুরিবিক্রিহয়েযায়মেয়েটারশরীর।চওড়াদামেবিক্রিহয়তারচুল,নখ,চোখ,চোখেরচাহনী,গায়েরসাদামাংস, ঠোঁট; শরীরেরপ্রতিটা
আরও পড়ুন
Social Plugin