শুক্রবার, ১৬ জুন, ২০১৭

আজ আমার বদলে যাওয়াতেই আনন্দ



একটা সময় মানুষের বদলে যাওয়া দেখে খুব অবাক হতাম। কী নৃশংসভাবে সব ছিঁড়ে-ফুঁড়ে সম্পর্কগুলোকে গলা টিপে হত্যা করার ক্ষমতা রাখে মানুষ, অথবা সব আর্দ্র অনুভূতি আর স্মৃতির গতিময় রঙ্গিন সময়গুলোকে অগ্রাহ্য করে ফেলতে পারে এক নিমিষে! কতটা অবলীলায়, কতটা নির্মমতায়...

মানুষের কাছ থেকে চোখ সরাই। আমি বরং প্রকৃতি দেখি। হতবাক হয়ে আবিষ্কার করি— মন্থর থাকা ব্যাপারটাই সৃষ্টির মাঝে নেই। গাছের কচি পাতাগুলো তার রঙ বদলায়, রঙ বদলায় আকাশ, নদী তার গতিপথ, নক্ষত্র আর প্রতিটা রাত তার মায়াবী ক্ষণগুলোকে বদলে ফেলে ঠিক পরের ব্র্যান্ড নিউ দিনটাতেই।

সময়ের সাথে সাথে মানুষের রুচির বদল হয়, আর বদল হয় অনুভবের হৃদয় অথবা দেখার চোখ। পরিবর্তনকে যে যত সহজে গ্রহণ করে নিতে পারে সে তত সুখী। ভাঙা-গড়ার জীবনটার পরিবর্তনগুলো খুব সহজে গ্রহণ করে নেয়াতেই মানব জীবনের প্রশান্তি, বেঁচে থাকার আনন্দ।

প্রতিটা সৃষ্টি বদলায়, বদলায় না কেবল সপ্ত আসমানেরও অনেক উপরে বসে থাকা আমাদের স্রষ্টা। তাই ভরসা রাখতে হবে কেবল তাঁরই উপর। তিনি কেবল ভালোর জন্যই জীবনে পরিবর্তন আনেন, পরিবর্তন ঘটান।

আজ আমার বদলে যাওয়াতেই আনন্দ...বদলে যাওয়াতেই আনন্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন