সোমবার, ১২ জুন, ২০১৭

Nothing Is impossible



'Nothing Is impossible' টাইপ বিজ্ঞাপনীয় ভাষণগুলো আসলে একটি মহামারী প্রজাতির মিথ্যা কথা ৷ মানুষের নিজ সীমাবদ্ধতাই তাকে রুখে দেয় জীবনের প্রতিটি পদে পদে।
অসম্ভব সবকিছু করে ফেলা তো দূর কি বাত, মানুষ চাইলে নিজ কনুইটাকেও জিভ দিয়ে স্পর্শ করে দেখাতে পারে না। ছ'ফুট উচ্চতার মানুষটা, প্রাণপন চেষ্টা করেও নিজগুণে দশফুট উচ্চতার ছাতটা ছুঁয়ে দেখাতে পারে না। শরীরের চামড়ায় গজিয়ে ওঠা ছোট্ট ফোঁড়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে না কিছুতেই। ক্যান্সার ছড়িয়ে পড়ে নিমিষেই, কিলবিল করে। মাথার চুল পড়ে টাক হয়। দোকানে,পত্রিকায়, রাস্তায় বিজ্ঞাপন ঝোলে- “টাক আজই ঢেকে যাক।’’
নিজগুণে আসলে মানুষ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। তবু মিথ্যা-মিথ্যা খেলার ফাঁদে ফেলে বোকা বোকা স্বপ্নখোর কিছু মানুষকে বেনিয়ারা শেখায় মিথ্যা স্বপ্ন দেখার কুট-কৌশল৷
মানুষ শেখেও, খুব করে।
এরপর? মানুষ মিথ্যা স্বপ্ন খেয়ে, স্বপ্ন পরেই কাটিয়ে দিতে চায় তার সত্য জীবনটা। এই স্বপ্ন-বন্দীরা একটা সময় চাকচিক্যময় মিথ্যের সাথে তিতকুটে সত্য জীবনটাকে মেলাতেও চায়, তেল-জলের মতো মেলে না কিছুতেই! এরা ক্রমশঃ হয়ে ওঠেন হতাশ আর ব্যধিগ্রস্থ!
মিথ্যা বোধ, মিথ্যা আশা, শত্রু-মিত্রের মিথ্যা পরিচয়, মিথ্যা প্রেম-প্রেম খেলা৷ অন্যের প্রাপ্তিতে নিজেকে গর্বিত মনে করার মিথ্যা প্রবোধ, অথবা মিথ্যা খেতাবের মাঝে ডুবে থেকে মানুষ তার দাম্ভিকতার সার্কাস দেখায়। নিজ পিঠ চুলকাতে না পারা ছেলেটাও আঙুল তোলে সৃষ্টিকর্তার দিকে। লড়তে চায়, স্পর্ধা দেখায় প্রতিদ্বন্দী হবার৷
টেলিস্কোপে বসে ধ্রুবতারা দেখা, আর সেখানে চলে যাওয়াটা যেমন এক নয়; তেমনি অসীমের পানে তাকানো, আর অসীম ছুঁতে পারাটাও এক নয়৷
কি দারুন ঔদ্ধত্য! সাড়ে সাত শত কোটি মানুষের পৃথিবীটাতে বাস করে, তাদের একজন হয়েও ভুলে থাকে—"আমি আর সকলের মতোই মানুষ। স্রেফ দু-হাত পাওয়ালা এক অতি সাধারণ মানুষ! সেই মানুষ যার শুরু এক ফোঁটা বীর্য থেকে। যে আজকে হাঁড়গোড়, আর আগামীর পঁচা গলা মাংসপিন্ড- যাকে কৃমি,কীট ছেড়ে গেলে কাদা হয়ে কাদাতেই মিলিয়ে যাবে, বিলীন হয় যাবে, নিঃশেষ হয়ে যাবে একবারেই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন