বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

এই ধ্রুব এই....


সুনয়না,
তুমি কী জানো রাত বাড়ার সাথে সাথে ধ্রুবতারাটাকে একা রেখে বাকি সব তারারা যে পৃথিবীর আকাশ থেকে সরে যায়? এই তারাটা ঠিক ক্লাসের লাস্ট বেঞ্চে বসে থাকা নিরীহ বোকা ছেলেটার মতো-- হাজার জ্বালাতনেও ছলছল চোখে জগতের নিষ্ঠুরতাগুলোকে যে গিলে নিত নীরবে, নিভৃতে।

আরেকটা মজার তথ্য দিই-- এদেশের আকাশ থেকে কেবল ধ্রুবতারাটাকেই নাকি সারা বছর ঠিকঠাক দেখা যায়। খারাপ সময়, ভালো সময়, সব সময়...বাকিরা সবাই কোথায় যেন হারিয়ে যায়, পালিয়েই বাঁচে হয়তো...

যাই হোক, এ জীবনে খুব বড় কোনো রাজা-উজির হতে আমি কখনোই চাইনি। চেয়েছিলাম কেবল কারও উথাল-পাথাল জোছনার আকাশে ধ্রুব হতে। সপ্তর্ষী না। মুণী- ঋষিদের কী সব কটকটে বিচ্ছিরি সব নাম। বমি আসে। উজ্জ্বলতম স্বাতী হতেও চাইনি। সেও তো হারিয়ে যায় সুযোগ পেলেই। আমি চেয়েছিলাম ধ্রুব হতে। কারও জীবনের ধ্রুবক-মানব হতে। আমি ছাড়া আর কেউ থাকবে না, কক্ষনো থাকবে না। আমার সময়ের ভাগ কাউকে দিতে হবে না....

শত নিষ্ঠুর যন্ত্রণায়ও ধ্রুবক পাশে বসে তাকিয়ে থাকবে ছলছল চোখে। রাত গড়াবে, শরতের অভিসারে কাটখোট্টা শীত আসবে; সব হারাবে, শুধু ধ্রুব থাকবে। খারাপ সময়, ভালো সময়, সবসময়। নিভৃতে, নীরবে....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন