নিয়ম করে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। কদিনের তীব্র কাঠফাটা গরমের পর আসা এই নিয়মিত বর্ষনে প্রায় সবাই আপ্লুত। ডজনখানেক বৃষ্টিবিলাসী পোস্ট চোখে পড়লো ফেসবুকে। সারাদিন কাঁচ- কংক্রিটের বস্তিতে থেকে আমার আজকাল বৃষ্টিকে খুব একটা চেনা হয় না।
আরও পড়ুনআমাদের জীবদ্দশায় আমরা যে কটা মিথ্যা শিখেছি তার মধ্যে অন্যতম হলো- "ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।"
মুখের ভাষা বা মাতৃভাষা কেউ কেড়ে নিতে চায়নি। এটা নির্জ্জলা মিথ্যা!
সে সময় পাকিস্তান সরকার বদলাতে চেয়েছিলো রাষ্ট্রভাষা।
রাষ্ট্রভাষা আর মুখের প্রচলিত ভাষা এক জিনিস নয়।
Social Plugin