রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়




আমাদের জীবদ্দশায় আমরা যে কটা মিথ্যা শিখেছি তার মধ্যে অন্যতম হলো- "ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।"



মুখের ভাষা বা মাতৃভাষা কেউ কেড়ে নিতে চায়নি। এটা নির্জ্জলা মিথ্যা! 


সে সময় পাকিস্তান সরকার বদলাতে চেয়েছিলো রাষ্ট্রভাষা। 


রাষ্ট্রভাষা আর মুখের প্রচলিত ভাষা এক জিনিস নয়।



অফিস-আদালতে, কাজে-কর্মে যে ভাষা ব্যবহৃত হয় সেটা রাষ্ট্রভাষা৷ যেটা বর্তমানে অঘোষিত ভাবে বলতে গেলে আমরা ইংরেজিকে বানিয়ে ফেলেছি। 

আমরা ৪৭ থেকে শুরু হওয়া মালিকদের প্রভুত্ব বাদ দিয়ে ৪৭ পূর্ব মালিকদের দাসত্ব মাথা পেতে নিয়ে এক নিদারুণ আত্মতুষ্টিতে ভুগছি।



যাই হোক, সে অন্য আলাপ! ৫২ তে যে আন্দোলন হয়েছিলো তার ছবিগুলো যে কেউ একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে সব- প্ল্যাকার্ড -ফেস্টুন-ব্যানারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। 

মুখের ভাষা বা মাতৃভাষা নিয়ে কোন সমস্যা ছিল না 


অহেতুক ঘৃণার চাষবাস করতে গিয়ে  আমাদের কেন যেন শেখানো হয়েছে বাংলায় কথা বলতে চাইলেই পাক বাহিনি আমাদের গুলি করে পেটের আতুড়ি বিতুড়ি বের করে দিতে পারতো। 

কিন্তু আমরা আন্দোলন-সংগ্রাম করে নিজেদের পেটের আতুড়ি বিতুড়ি রক্ষে করেছি। 



ইতিহাসকে টুইস্ট করার এক আজব স্বভাব এই জাতির রয়েছে। 'ব' তে বেকুব আর 'ব' তে বাঙালি দুটোই সঠিক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন