ভাস্কর্য বানাবেন কি বানাবেন না সেই আলাপ করার আগে, বাংলাদেশের ভাস্করদের উচিত ভাস্কর্য জিনিসটা ঠিকঠাক বানাতে শেখা। বাংলাদেশে ভাস্কর্যের নামে যেসব কদর্য শ্রেণির বস্তু তৈরি করা হয় সেগুলাকে ভাস্কর্য না বলে ভাস্কদর্য ডাকাটাই উত্তম। বাংলাদেশের রাস্তাঘাটে সবচাইতে বেশি যে মানুষটার তৈরি ভাস্কদর্য দেখা যায় তার নাম মৃণাল হক। এই লোকটা ব্যপক চেতনাবাজি করে প্রচুর পয়সা বাগিয়ে এখানে সেখানে ইচ্ছামত মূর্তি তৈরি করে গেছেন তার মৃত্যুবধি। একবার কাওরান বাজার মোড়ে এই লোক একটা বাঘের মূর্তি বানালেন।…
আরও পড়ুন
সুনয়না,
আরে কী হলো? হাসছো কেন?ধুর! হাসি থামাও তো।জানি বরাবরের মতোই ধরে ফেলেছো এই ঘন বরষা দেখামাত্রই তড়িঘড়ি তোমাকে লিখতে বসে গেছি। সবসময়ের মতোই হয়তো এটাও বলে বসেছো এতক্ষণে- "উফ, তুমি খুবই প্রেডিক্টেবল''। ইদানিং এই প্রেডিক্টেবিলিটির ঘেরাটোপে পড়ে নিজেকেই নিজের প্রায়ঃশই অসহ্য লাগে। করোনার আতঙ্কে অনলাইনে বাসার জন্য সকালে বেশ কিছু অর্ডার করেছিলাম। ঘুম থেকে উঠে দেখি দু বস্তা হাতে ডেলিভারির ছেলেটা বৃষ্টির মধ্যে জুবুথুবু দাঁড়িয়ে আছে। আমার মনটা প্রচন্ড খারাপ হয়ে গেলো। সেই সাথে…
গ্রামের সেই শঠ পন্ডিতটার কথা মনে আছে? যিনি অন্য পন্ডিতের সাথে বিতর্কে গিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলো- “I dont know ” এর বাংলা কী? ইদানিংকালের অতি সুশীল-নাস্তিকদের প্রশ্ন করার ঢং অনেকটা এরকমই। তারা এমন সব প্রশ্ন আর আবেগী আর্গুমেন্ট তৈরি করবে যেসব প্রশ্নেরই আসলে কোন ভ্যালিডিটি নেই। একটা উদাহরণ দিই- ধরা যাক আবু ফুলান সাহেব একটা ছবি আঁকলেন। কালজয়ী চিত্র কর্ম। এখন যদি প্রশ্ন করা হয় ছবিটি কে এঁকেছে আমরা সবাই এক বাক্যে গলা ফাটাবো- আবু ফুলান, আবু ফুলান। এরপর যদি প্রশ্ন করা হয় আবু ফুলা…
আরও পড়ুন
Social Plugin