মেহমানরা সব চলে গেছে।
ডেকোরেটর ওয়ালাদের বিশাল পাতিল,আর প্লাস্টিকের চেয়ারগুলো অতিদ্রুত ওঠানো হচ্ছে ভ্যানে। তাদের মাঝে এক অন্যরকম ব্যস্ততা। ফরিদ সাহেবের আজ আর তেমন কোন ব্যস্ততা নেই। তিনি নির্বাক চোখে গ্রিলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছেন।
ভেবেছিলামব্লগারনাটকেরব্যপারেকোনকথাইবলবনা,পপকর্ণখাইতেখাইতেমজানিবো, নীরবদর্শকেরভুমিকাপালনকরব।মাঝেমধ্যেখেলাদেখেহাততালিদিব,শিসবাজাব।কিন্তুপোলাপানেরহাউকাউদেখেমেজাজতুঙ্গেউঠেগেছে...যখনসাইদিসাহেবকেফাঁসিদেয়াহল।তখনবিচারকসাহেবগলাগম্ভীরকরেনাটকীয়কায়দায়ডায়লগদিলেন ''আমরাকোনআল্লামারফাঁসিদেইনিদিয়েছিএকাত্তরেরঘাতকের।"
আরও পড়ুনআজ একজন রোমান সম্রাটের গল্প বলব: ৩৭ খ্রিস্টাব্দের এক সুন্দর দিনে জন্ম হয় নেরো নামের এক ফুটফুটে শিশুর। মাত্র দুই বছর বয়সে বাবাকে হারায় নেরো, এরপর থেকে পালিত হন তার এক মামার কাছে।নাম ক্যলিগুলা। খ্রিস্টাব্দ ৪৯-এ তাঁর মা বিয়ে করেন ক্লডিয়াস নামক এক ব্যক্তিকে আর খ্রিস্টাব্দ ৫০-এ তাকে দত্তক নেয় ক্লডিয়াস,তখন থেকেই নেরো বনে যান ''নেরো ক্লডিয়াস সিজার''।
ক্লডিয়াসের মৃত্যু ঘটে খ্রিস্টাব্দ ৫৪ তে।বলা হয়ে থাকে তাঁর স্ত্রী অর্থাৎ নেরোর মা এগ্রিপিন্না তাকে বিষাক্ত …
অফিসযাচ্ছি,শ্যমলীশিশুমেলারসামনেএকটাজিনিসদেখেথমকেদাঁড়ালাম।লালরঙেরছোটপ্লাস্টিকেরঘোড়া shape এরএকটাখেলনা,ঘোড়ারপেছনেপাইপলাগানো,পাইপেরমাথায়টিপদিলেইঘোড়ালাফদিচ্ছে,ব্যপকবিনোদিতহইলাম।খানিকক্ষণগবেষনারপরবুঝতেপারলাম,বাতাসেরচাপেরকারণেঘটছেব্যপারটা,সেইলেভেলেরফিজিক্স।
আরও পড়ুন
Social Plugin