ইংরেজিতে একটা শব্দ আছে—“Logical Fallacy”—অর্থাৎ এমন একটা কথা, যা দেখতে-শুনতে খুবই বুদ্ধিদীপ্ত মনে হয়, কিন্তু আসলে পুরাই ধোঁকাবাজি। বিএনপি এই মুহূর্তে যা করছে, সেটা এর চেয়ে বেশি কিছু না। সকাল-বিকাল ‘নির্বাচন, নির্বাচন’ আর 'নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিবর্তন আসবে না' জপেই যাচ্ছে, যেন জনগণ নামের এক মহাজাগতিক প্রাণীর হাতে ক্ষমতা তুলে দিলেই দেশের ভাগ্য বদলে যাবে!
আরও পড়ুনআমার কাছে রমজান মানে ছিল বাতাসে ভেসে আসা এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ। যে ঘ্রাণে মিশে আছে অদ্ভুত বিষন্ন নস্টালজিয়া, শৈশবের সারল্য আর মসজিদের কার্পেটে লেপ্টে থাকা বাসি আতরের গন্ধ। আমাদের ছেলেবেলার রমজান আসত শীতের সময়, সে কি দূর্দান্ত শীত! প্রথম সেহরির সময় ঘুম ভেঙেই— যুবুথুবু ঠান্ডা হাওয়া, দূরে কোথাও ভেসে আসা আজানের সুর, আর রান্নাঘর থেকে আসা ডিম ভাজার আওয়াজ। আহা...
আরও পড়ুন
Social Plugin