রবিবার, ২ এপ্রিল, ২০১৭

সন্তুষ্টি




হাইস্কুলে পড়ার সময় তুমি ভেবেছিলে-- কবে যে কলেজে উঠবো, 
কলেজে ওঠে ভাবতে থাকলে-- আবার যদি হাইস্কুলে ফিরে যেতে পারতাম! 
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আর তর সইলো না- কবে যে গ্রাজুয়েশনটা শেষ হবে, কর্মজীবনে ঢুকে আয়-উপার্জন করতে পারবো। 

গ্রাজুয়েশেন শেষে অভিযোগ শুরু করলে-- চাকরি নিয়ে, আর সেই সাথে আফসোস-- ইস! আবার যদি স্কুল জীবনটাকে ফিরে পেতাম! 

একা থাকার সময়টাতে স্বপ্ন দেখতে লাগলে বিয়ে করার, আর বিয়ে করার পর অভিযোগ শুরু করলে-- অবিবাহিত ই তো ভালো ছিলাম! 

যখন ছোট ছিলে তখন ভাবতে-- বড় হলে তোমার জীবনটা কেমন হবে, কত মজা করতে পারবে। 

আর বয়স বাড়ার পর ভাবতে শুরু করলে-- আবার যদি ছোট বয়সটা ফিরে পেতাম! 

"অবশ্যই মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ !" 

এরপর একদিন মানুষ মারা যায়, পৌঁছে যায় তার সত্যিকার গন্তব্য- কবরে, তারা ভাবে-- আবার যদি পৃথিবীর জীবনটা ফিরে পেতাম।
এরপর তারা যখন আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ায়, অনুনয়-বিননয় শুরু করে-- আর একটাবার দুনিয়াতে ফিরে যেতে চাই! 

ভবিষ্যত নিয়ে অতিচিন্তিত মানুষেরা সর্বদাই তাদের অতীত নিয়ে অনুশোচনায় ভোগে। 

আল্লাহর কাছ থেকে যতটুকু, যেমন, যেভাবেই আমরা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকা উচিত সবসময়। 

-ড. সাদি আলমাসরি থেকে ভাবানুবাদকৃত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন